• No products in the cart.

US ইলেকশন – ৬ হাজার কোটি টাকার ডিজিটাল মার্কেটিং এড

Us presidential election 2020 এ প্রজেকশন করা হয়েছিল ৬.৭ বিলিয়ন ডলার বা ৬ হাজার কোটি টাকার ডিজিটাল মার্কেটিং এড চলবে! 

AdSpend2020 এর প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র ফেইসবুক এডের পিছনেই Us presidential election 2020 এর ক্যান্ডিডেটরা ২০১৯ সালে ৬৭ কোটি ডলারের প্রমোশন করেছেন।

সবার মধ্যে ২০১৯ সালে Donald Trump এগিয়ে আছে ১ কোটি ৭৪ লাখ ডলারের ফেইসবুক এড চালিয়ে যেখানে Joe Biden এড চালিয়েছেন মোট  ৩২ লাখ ডলারের।

মজার বিষয় হচ্ছে, ফেইসবুক ও গুগল এড কিন্তু বেশ ওপেন। আপনি চাইলে নিজেই Facebook Ad Manager থেকে Us Political Content এ যাদের এনগেইজমেন্ট আছে তাদেরকে টার্গেট করে এড দেখাতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে রাজনৈতিক মতাদর্শের উপর বেইজ করেও টার্গেট করতে পারবেন। যেমন, কনজার্ভেটিভ মতাদর্শের ফেইসবুক ইউজার, লিবারেল মতাদর্শের ফেইসবুক ইউজার বা মডারেট মতাদর্শের ইউজারদের টার্গেট করতে পারবেন।

আমাদের নিচের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

Play Video

ফেইসবুক ও গুগল এডের উপর ফ্রী লাইভ ওয়ার্কশপ করতে চান?

    • – ফেইসবুক এড এর নতুন ইন্টারফেইস
    • – চ্যাটবট সেটাপ ও ওয়েবসাইটে ইন্টিগ্রেশন
    • – গুগল সার্চ ক্যাম্পেইন তৈরির উপায়
    • – ইউটিউব এড ক্যাম্পেইন
    • – গুগল ডিসপ্ল্যে ব্যানার এড ক্যাম্পেইন
  •  
  • আমাদের এই লাইভ ওয়ার্কশপে জয়েন করতে চাইলে ফর্মফিলাপ করে ফেলুন। আপনার ইমেইল এড্রেসে জুম মিটিং লিংক চলে যাবে।

    April 3, 2021